আই এস এফ এর সঙ্গে যোগ রয়েছে বিজেপির। এই কথা বললেন ডায়মন্ডহারবারের সাংসদ এবং যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলাম এর সমর্থনে সভা করেন অভিষেক। সেই জনসভা থেকে নাম না করে আইএসএফ সিপিআইএম এবং কংগ্রেস কে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, আমফানের সময় ছিলনা। করোনার সময় দেখা যায়নি। হঠাৎ করে খাম চলে এলো। ভোট ভাগ করতে দিল্লি থেকে খামে করে টাকা এসেছে। এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই। তাই ভোট ভাগ নয় খাম ছিড়ে ফেরত পাঠান। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আব্বাস সিদ্দিকী কে আক্রমণ করেছেন। বিধানসভা নির্বাচনে যথেষ্ট কঠিন লড়াই। রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে প্রতিটি জেলায় অভিষেক সভা করছেন। যাতে ভোটে বিজেপি কাজ না করতে পারে তাই জোরালো প্রচার চালিয়ে যাচ্ছেন। দুই সরকারের কাজের তুলনা করে বিজেপির বিরোধিতা করছেন তিনি। যাতে আব্বাস সিদ্দিকী সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতে পারে তাই জন্যই এই খাম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কয়লা পাচার দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে দিয়েছেন। এদিনের সভায় থেকে বিজেপি কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।