নিজস্ব সংবাদদাতা: “২৩ জনের একটা টিম অরাজনৈতিক, এজেন্সির। রাত ২ টোর সময় কোভিড বিধি লঙ্ঘন করে ঘুরছিলেন। কিন্তু কোনও জরুরি পরিষেবায় যুক্ত নন। তাই তাদের আটকানো হয়। আমাদের তো কোভিড বিধি মেনে ডেপুটেশন দিতে গেলে আটক করা হচ্ছে। এর জন্য রাজ্য সরকারের মন্ত্রী দৌড়াচ্ছেন, এজেন্সির জন্য, এটা কী পাশের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার মত!” এইভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
তাঁর কথায়, “সংসদে তৃণমূল খেলা হবে বলছে৷ কলকাতার রাস্তা, থেকে সংসদের ওয়েলে নিয়ে গেলে দায়িত্বজ্ঞান কী, মানুষ দেখছে। মুখ্যমন্ত্রী কাল যা বলেছেন, আজ আলাদা বলছেন। রাহুল গান্ধীর ডাকা বৈঠকে যায়নি তৃণমূল। অর্থাৎ তারা কোনওভাবে রাহুলকে নেতৃত্বে মানবে না। কংগ্রেস কী মমতার নেতৃত্ব মানবে? সংসদ বিরোধীরা যা করছে তা কাম্য নয়”।
ভোট পরবর্তী হিংসা নিয়ে এদিন শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বলেছেন নাটক রাজ্য সরকার হলফনামা দিয়ে জানাক, ৫ মের পর যে ৩১ জন কর্মী খুন হয়েছে৷ তাদের পোস্ট মর্টেম, তদন্ত সব মিথ্যা,একথা রাজ্য সরকার বলুক”।