নির্বাচন কমিশনে একটি ভিডিও ফুটেজ জমা পড়েছে। তাতে দেখা যাচ্ছে এক মধ্যবয়সী মহিলা ভোট দিতে যাওয়ার সময় তাঁকে এক যুবক পথ আটকায়। ওই যুবক মহিলাকে বলে ভোট দিতে যাবি না। মহিলা পাল্টা বলেন কেন ভোট দিতে যাব না। ওই যুবক বলেন ভোট দিতে যাবি না বলছি। তখন ওই মহিলা বলেন গেলে কি করবি। যুবক বলেন দেখিস কি করি। ভোটটা হয়ে যাক। তোকে বলছি চলে যেতে। তখন মহিলা বলেন আমি ভোট দিতে যাব। তোর পার্টি যা পারে করুক। তখন ওই যুবক রাস্তার মধ্যে মহিলাকে ধরে টানাটানি শুরু করে দেয়। যে-যুবক মহিলাকে শারীরিক হেনস্থা করেছে স্থানীয় তৃণমূল কর্মী বলে অভিযোগ। এর পরেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে কমিশন রিপোর্ট তলব করেছে। বিষ্ণুপুরের 123 নম্বর বুথ এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন যখন মহিলারা ভোট দিতে যাচ্ছিলেন তখন প্রায় 100 তৃণমূলের লোকজন লাঠি হাতে তাড়া করে তাদের ফিরিয়ে দিয়েছে। হাওড়ার শ্যামপুরের বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী অভিযোগ করেছেন বহু জায়গায় রাস্তা থেকে ভোটারদের ফেরত পাঠিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.