Rajib Ghosh– ধমকে চমকে আর ভোট হবে না। ভোট কিভাবে করতে হয় জানি। 100% নিরাপত্তার সঙ্গে মানুষ ভোট দেবে। একুশের নির্বাচনে বাংলায় পদ্মফুল ফুটবে। তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো পাঁচজন BJP-তে যোগদান করেন। তারপর এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে বিজেপির দলীয় সভামঞ্চে রাজীব বলেন, আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। দলের কর্মীরাই নেতা বানিয়েছে। সেই মেনেই কাজ করব। অমিত শাহজির টার্গেটে পৌঁছে যাব। দীর্ঘদিন ধরেই TMC-র বহু বিধায়ক, নেতারা দলের নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই নেতারা পরবর্তীতে অনেকেই BJP-তে যোগদান করেন। TMC তাদের উদ্দেশ্যে গদ্দার বলতে থাকে। সেই প্রসঙ্গে এদিন Rajib বলেন, দল ছাড়লে সে গদ্দার। যত এই কথা বলবেন ততই মানুষের জন্য কাজ করার জেদ বাড়বে। অমিত শাহ কে বলেছি ক্ষমতায় এলে রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থান হবে। শিল্প আনা হবে। বাংলার ছেলেদের যাতে কাজ করার জন্য বাইরে না যেতে হয় তাই সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছি। কেন্দ্র বঞ্চনা করছে বলে বামেরা একের পর এক নির্বাচন পার করেছে। TMC একই পথে গিয়েছে। কেন্দ্র-রাজ্য সুসম্পর্ক চাই। রাজীবের কথায়, রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার চাই। BJP-তে যোগদান করার পরেই রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের TMC সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেন। তার কথায়, তৃণমূলের শেষের শুরু হয়েছে। বাংলায় পদ্মফুল ফুটবে।