ওয়েব ডেস্ক :

কংগ্রেসের হয়ে এবারের লোকসভা নির্বাচনে হার্দিকের লড়াই কার্যত অনিশ্চিত হয়ে পড়ল। পতিদার আন্দোলনে দোষী সাব্যস্ত হার্দিক প্যাটেলের শাস্তি রদের মামলার শুনানির সময় দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, ‘এতো তাড়া কীসের?’
শাস্তি রদের মামলায় আগামী ৪ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টের তরফে কোনও রকম ইতিবাচক পদক্ষেপ না মিললে, এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়বে সদ্য কংগ্রেসে যোগদান করা হার্দিক প্যাটেলের।
বেশ কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দেন তরুন নেতা হার্দিক প্যাটেল। সূত্রের খবর, গুজরাত থেকে কংগ্রেসের হয়ে লড়াইয়ে নামতে পারেন হার্দিক। যদিও এদিন সুপ্রিম কোর্টের এই রায়ে কার্যত অনিশ্চিত হয়ে পড়ল। জনপ্রতিনিধিত্ব আইনে আটকে যেতে পারেন হার্দিক। কারণ, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী দোষী সাব্যস্ত কোনও ব্যক্তি ভোটে লড়াই করতে পারেননা। যার ফলে বেশ কিছুটা অস্বস্তিতেই পড়ল কংগ্রেস।
উল্লেখ্য, গুজরাতে পতিদার আন্দোলনের সময় হিংসায় মদত দেওয়ার অভিযোগ ওঠে হার্দিকের বিরুদ্ধে। ২০১৫ সালের ওই ঘটনায় হার্দিককে দোষী সাব্যস্ত করা হয়। দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় গুজরাত আদালতের তরফে। কারাদণ্ড কার্যকর রদ করায় আপাতাত জামিনে রয়েছেন তিনি।