যত বেশি ভোট পড়বে ততই তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো হবে যদি কম ভোট পড়তো তাহলে ধরে নিতাম হেরে গিয়েছি। কিন্তু প্রায় 80% ভোট পড়েছে। সেই কারণে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। এই কথা বললেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। এদিন রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণে 30 টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানে প্রায় 80 শতাংশ ভোট পড়েছে বলে জানা যায়। এরপরে সুব্রত মুখোপাধ্যায় বলেন, ভোট যত বেশি পড়বে ততই শাসক দলের পক্ষে ভালো। ভোট কম পড়লে সেটা তৃণমূলের পক্ষে ভালো নয়। ইতিহাস বলছে বেশি পরিমাণে ভোট পড়লে শাসক দলের পক্ষে ভালো। প্রায় 80 শতাংশ ভোট পড়েছে। যদি 40 থেকে 50 শতাংশ ভোট পড়তো তাহলে তৃণমূলের পক্ষে সেটা ভালো হতো না বলেই বোঝা যেত। তবে যেহেতু বেশি পরিমাণে ভোট পড়েছে তাহলে ধরে নেয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করছে। যদিও এখনও 7 দফা ভোট গ্রহণ বাকি রয়েছে। এদিন প্রথম দফার ভোটে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় ভোট গ্রহণ হয়। সেখানে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়েছিল। তৃণমূলের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীরা বিজেপিতে যোগদান করার পরে এদিনের ভোটগ্রহণে তৃণমূল বিজেপির মধ্যে যথেষ্ট উত্তেজনা দেখা দেয়।