নিজস্ব সংবাদদাতা: ‘সিট কোথায় কাজ করছে সেটা কারো জানা নেই এবং হাইকোর্টের পক্ষে এই বক্তব্য সিট কে নিয়ে সেটা সঠিক! বন্যা নিয়ে রাজনীতি করা হচ্ছে আমাদের দলের প্রতিনিধিরা প্রশাসনের কাছে গেলে তাদের সদুত্তর পাওয়া যাচ্ছে না তাদের দেখা মিলছে না! সেইসঙ্গে ডিভিসি আগাম জানানো সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোন সতর্কতা করনি মানুষের কাছে! চারিদিকে বন্যাকবলিত এলাকা গুলো নিয়ে পাঠক এবং যারা চরম দূর্দশার মধ্যে আছে এই ব্যাপারে রাজ্য সরকার উদাসীন!’ রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত বাবুর কথায়, “তৃণমূল নেত্রী সব জায়গায় চক্রান্ত দেখেন! উনি চক্রান্ত রোগে আক্রান্ত, আপাতত এই রোগের কোন ওষুধ বেরোয়নি। বেরলে আমায় জানাবেন, আমি ওনাকে দেব”।
একই সাথে তাঁর কথায়, “কিভাবে ছাপ্পা ভোট হয়েছে তা সবাই দেখেছে ক্যামেরায় বন্দি হয়েছে আপনাদের!”
একই সাথে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে গেছেন খুব ভালো কিন্তু post-polls ভায়োলেন্স হয়েছে সেটাকে আগে দেখার এবং নিজের রাজ্যটাকে আগে দেখার দরকার আছে। তারপর অন্যের বিষয়ে নাক গলাবেন”।