জেড প্লাস সিকিউরিটি আমাদের নেই। তবে সিকিউরিটিতে নির্দেশ দেওয়া থাকে যতক্ষণ ওরা পৌঁছাবে না ততক্ষণ দরজা খোলা হবে না। পায়ের তলায় মাটি নেই তাই তিনি দরজা খুলে বাইরে দাঁড়িয়ে যাচ্ছেন। তাই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটেনি সেই কথা বলবো না। তবে ওনার এটা করা উচিত নয়। এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার পরে সেখানে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। সেখানেই তাকে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তিনি গুরুতর চোট পান বলে অভিযোগ মমতার। সেই প্রসঙ্গে অর্জুন বলেন, বাংলার মুখ্যমন্ত্রী তাকে চার-পাঁচজন ধাক্কা দিয়েছে বলে তিনি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। পুরোপুরি ভোটের গিমিক। ভোটে সহানুভূতি নেওয়ার গিমিক। কয়েকদিন আগে সেই আশঙ্কা করে টুইট করেছিলাম। উনি এটা করবেন। কিছুদিন আগে সুব্রত মুখার্জি মমতার উপরে হামলা হতে পারে বলে জানান। তাহলে কি দলের ভিতরে কোনো চক্রান্ত চলছে কি? এটাও সিবিআই তদন্ত হওয়া উচিত। উনি যদি বাংলায় কোনো অঘটন না ঘটাতে চান তাহলে ওনার অন্য সিকিউরিটি নেওয়া উচিত। কারণ ওনার পুলিশ সিকিউরিটি ব্যর্থ। এটা উনি জানেন। বাংলার মানুষ জানে।