নিজস্ব সংবাদদাতা: গত ১৩ই নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অন্তর্গত খতিয়ান গ্রামের বিজেপির সক্রিয় কর্মী ভাস্কর বেরা খুন হয় বলে অভিযোগ বিজেপির, অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তাঁরপর থেকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচী চলতে থাকে লাগাতার। জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ, বিক্ষোভ মিছিল চলতে থাকে। শুক্রবার ফের যে এলাকায় খুন হয়েছিল বিজেপি কর্মী ভাস্কর বেরা। সেই এলাকাতেই তাঁর স্মরণ সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি বিজেপি যুব মোর্চার কার্যকর্তা সহ বিজেপির প্রমুখরা শয়ে শয়ে বিক্ষোভে সামিল হয়। এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী।
বেশ কিছুদিন আগেও ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর এলাকার দেঁড়েদিঘি এলাকায় চন্দন মাইতি নামে এক বিজেপির কার্যকর্তাকে নৃশংস ভাবে খুন হতে হয়। তাঁর কয়েকদিনের মাথায় ফের পাশের ব্লকে আরেক বিজেপি কর্মী ভাস্কর বেরাকে খুন হতে হল। পরপর বিজেপি কর্মী সমর্থকদের খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে জেলা সহ রাজ্য বিজেপি। তাঁর ফলেই লাগাতার বিক্ষোভ কর্মসূচী চলতে থাকে।
অন্যদিকে বিজেপির কার্যকর্তা চন্দন মাইতি খুনের ঘটনায় ভগবানপুরে স্মরণ সভায় এসে সিবিআই তদন্ত দাবি করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার ভগবানপুর ২ ব্লকে ভাস্কর বেরা খুনের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আইনের কোন শাসন নেই, আজ সকালেই ওই খুনিরা এলাকায় মিছিল করছে, পুলিশের মদদেই এই ঘটনাগুলো ঘটছে,এসব খুনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী”, অন্যদিকে এদিন BSF দুইজন বিস্ফোরক পাচারকারীকে গ্রেফতার করেছে সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওরা বর্ডারের ডিউটি করে বলে আমরা শান্তি ভাবে ঘুমোতে পারি”। পাশাপাশি ইস্যু নিয়ে রাজ্যকে কটাক্ষ করতে চাইলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.