সোমবার সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করলেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রাতেই তা স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। অতএব ততদিন পর্যন্ত মুক্তি পাবেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। থাকতে হবে জেলে। তাঁদের রাখা হবে প্রেসিডেন্সি জেলে।
সোমবার বিশেষ সিবিআই আদালত জামিনে ওই ৪ জনকে মুক্তির নির্দেশ দেওয়ার পরেও নারদ কান্ডে ধৃত ফিরহাদ সহ চার নেতাকে মুক্তি দেয়নি সিবিআই। তাদের নিজাম প্যালেস হেফাজতে রেখেই বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই কর্তারা। একই সঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নারদ মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদনও জানানো হয়েছে সিবিআই এর তরফে।