Rajib Ghosh– কেন্দ্র ও রাজ্য সরকারের উচিত বেসরকারি ক্ষেত্রে বেশি সুযোগ দেওয়া। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এটাই পদক্ষেপ হওয়া উচিত। নীতি আয়োগ এর বৈঠকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে মোদি আরো বলেন, কেন্দ্র ও রাজ্য কোভিড সময়ে একসঙ্গে কাজ করেছে। একসঙ্গে কাজ করে একটি নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলার উপরে ভারতের উন্নয়ন নির্ভর করছে। ভারতের ভালো ছবি বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি। শুধু রাজ্যগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকলে হবেনা জেলাগুলির মধ্যেও সেটা থাকতে হবে। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিকবার দেশের অর্থনীতি শিল্পপতিদের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। একাধিক সরকারি সংস্থার বেসরকারিকরণ করছে মোদি সরকার। এই অভিযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, দেশবাসীর জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করতে হবে। দেশ ঠিক করেছে সময় নষ্ট না করে সবাই উন্নতি করতে চায়। সেই কাজে দেশের তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিন দেশে ব্যাংক একাউন্টের সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ, বিদ্যুৎ এবং রান্নার গ্যাস সহ বিভিন্ন দেশের গরীব মানুষ উপকৃত হয়েছে বলেই জানান মোদি। এই বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরেন্দ্র সিং উপস্থিত ছিলেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ এর আর্থিক ক্ষমতা নেই এবং রাজ্যের প্রকল্প সাহায্য করতে পারে না বলে অভিযোগ রয়েছে তার। তবে এই দিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বেসরকারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।