নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি মাথায় নিয়েই বানভাসি এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া খারাপ হওয়ায় বুধবার সড়ক পথেই হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর এলাকা ঘুরে দেখেন তিনি। স্থানীয়দের কাছ থেকে সমস্যার কথা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাস দেন তিনি। প্রশাসনকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা।
এ দিন আকাশপথে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। ভারী বৃষ্টিপাতের জেরে সেই সফর বাতিল করতে হয়। তবে দুর্যোগ মাথায় নিয়েই দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মমতা।
সূত্রের খবর, এ দিন সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ তুলেছেন মমতা। ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। পলি পরিষ্কার করলে ডিভিসি-র তিনটি জলাধারে অতিরিক্ত দুই লাখ কিউসেক জল ধরত। ফলত অতিরিক্ত জল ছাড়তে হত না। এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, এ দিনই মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি দু’লাখ কিউসেক জল ছেড়েছে বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.