নিজস্ব সংবাদদাতা: বনগাঁর বাবুপাড়ার ২৭ বছরের যুবক কৃষ্ণেন্দু সাহা বনগাঁ কুড়ির মাঠ এলাকার এক যুবতীর সঙ্গে ১২ বছর আগে থেকে প্রেম-প্রণয় শুরু করে। ৬ মাস আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিতে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক। প্রেমিকার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবকের বাড়িতে যায় পরিবারের লোকজন। শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। প্রেমিকের বিরুদ্ধে বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার জন্যে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রেমিকা।
পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবক কৃষ্ণেন্দু সাহাকে। বনগাঁ এডিজে কোর্টের বিচারক শান্তনু মুখোপাধ্যায়ের এজলাসে বিচার শুরু হয়। বিচারকের কাছে মেয়েকে বিয়ে করবেন বলে আবেদন জমা দেয় অভিযুক্ত যুবক ও অভিযোগকারিণী। বিয়ে করলে মিলবে জামিন সেই কারণে মহকুমা আদালতের মধ্যে বিবাহ সম্পন্ন হয় প্রেমিক ও প্রেমিকার।
আদালত চত্বরে বিয়ে হওয়ার পরে ওই যুবতী জানায় “অনেক দিনের সম্পর্ক থাকার পরে বিয়ে করতে অস্বীকার করায় আমি অভিযোগ করেছিলাম। আদালতের নির্দেশে বিয়ে হল আমি খুব খুশি”।