Rajib Ghosh– তৃণমূলের চিকিৎসক নেতা এবং মন্ত্রী নির্মল মাজির কীর্তিকলাপ দেখেছেন। তিনি শুধু কুকুরের ডায়ালিসিস করার জন্য সুপারিশ করেন নি। তার পুত্র এবং পুত্রবধূর দিকেও খেয়াল রেখেছেন। তার জন্য তাকে ধন্যবাদ। দলীয় জনসভা থেকে কটাক্ষ করে বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, তার পুত্রবধু 13 টি বিভাগে সফল এবং তার পুত্র ডাক্তারের শিক্ষক হয়ে গিয়েছেন। তার কাছে যে ডাক্তারের পড়াশোনা করবে তার কাছে রোগী গেলে সেই রোগী বাঁচবে না। যখন এখানে সভা করছি তখন রাজ্যের প্রাইমারি কাউন্সিলে অ্যাপোয়েন্টমেন্ট লেটার লেখা চলছে। 14 থেকে 15 লক্ষ ছেলে মেয়ে 2014 সালে পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে 16 হাজার700 জন কে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 11 টার মধ্যে তাদের চাকরিতে যোগ দিতে হবে। এই কাজ যাঁরা করলেন, বিড়িতে শেষ টান দিচ্ছেন। আপনাদের অবস্থা হবে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার মতো। তিহার জেলে থাকতে হবে। প্রসঙ্গত, রাজ্য সরকার ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেছেন। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজেপিসহ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। সম্পূর্ণ দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে তাদের বক্তব্য। এদিনের সভা থেকে শুধু শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে নয় রাজ্যের চিকিৎসক শিক্ষক নিয়োগে রাজ্য সরকারের দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি এই সভা থেকে আরও বলেন, রাজ্যের প্রায় 5 লক্ষ স্থায়ী চাকরির পদ বাতিল করা হয়েছে। পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। এর পরেই তৃণমূলের নেতারা কিভাবে টাকা নেন সেই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, বাড়ির একটা সানসেট বেরোলে, একতলা দোতলা করতে গেলে, বড় বড় বহুতলের সামনে ঠেলা বসিয়ে দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তৃণমূল টাকা নেয়। তুষ্টিকরণ এর রাজনীতি চলছে। একজনকে জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন আরেকজনকে তোলাবাজ বললে রেগে যাচ্ছেন। এরপরেই ম্যাডাম নারুলা সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু। সিঙ্গুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় বিজেপির জয়ের প্রসঙ্গে তিনি বলেন।তার কথায়, শুধু নন্দীগ্রামে ছিলাম বলে সেখানে তৃণমূলের জয় হয়েছিল। এরপর সামনের বিধানসভা নির্বাচনে ডবল ইঞ্জিন সরকার রাজ্যে প্রয়োজন বলে মত তার। সেই লক্ষ্যে রাজ্যে বিজেপির সরকার গঠন করার জন্য সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.