নিজস্ব সংবাদদাতা: অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজি ঘটনার তদন্তভার NIA কে দেওয়ার আবেদন জানালেন খোদ সাংসদ। অবশেষে দিল্লি থেকে ভাটপাড়ার বাড়িতে আসলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। পাশাপাশি নিজের বাড়িতে বোমাবাজির ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন সিং।তিনি বলেন, “এই ঘটনা নতুন নয়, এর আগেও বাড়ির আশপাশে তিনবার বোমাবাজির ঘটনা ঘটেছে, এবার সরাসর বাড়িতে বোমাবাজি,আমাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।পুলিশ রয়েছে,সাংসদের ব্যাক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছে,তারপরও যদি এমন হামলা বারবার হয় তাহলে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছেই। সমাজ বিরোধীরা জেলে যাচ্ছে, আবার ছাড়াও পেয়ে যাচ্ছে, তাই পুলিশের উপর কোন ভরসা নেই সাংসদের। কারণ পুলিশ দলদাসে পরিনত হয়েছে, এই ঘটনার তদন্ত পুলিশ দিয়ে সম্ভব নয়”।
অর্জুন সিং দেশের সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেও জানিয়েছেন, যাতে এই ঘটনার তদন্তভার NIA কে দেওয়া হয়।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                         
			










