নিজস্ব সংবাদদাতা: ‘খেলা হবে’ স্লোগান তুলে রাজ্যের শাসক দল বিধানসভার নির্বাচন জমিয়ে তুলেছিল। অলিতে-গলিতে জমে উঠেছিল ‘বন্ধু এবার খেলা হবে’। ডিজে মিউজিকেও লেগেছিল তার ঝোড়ো তুফান। সেই সময় থেকেই এই স্লোগানের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর এই স্লোগানকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও ধার করেছেন। তাদের পোস্টারেও “খেল হোগা” স্লোগান দেখা গেছে। এবার এই স্লোগানকে বিশেষ মর্যাদা দিয়ে রাজ্য জুড়ে “খেলা হবে” দিবস পালিত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বিরুদ্ধে লড়াই করতে “খেলা হবে” স্লোগান দিয়ে নির্বাচনের ময়দানে নেমেছিল তৃণমূল। অনেক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে এই স্লোগান সোচ্চারে বলতে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাদের। এবার সেই জনপ্রিয় স্লোগানকেই আরো এক ধাপ এগিয়ে নিয়ে “খেলা হবে” দিবস পালন করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,”আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। এবার ‘খেলা হবে’ দিবস পালিত হবে। গ্রামে গ্রামেও পালিত হবে সেই দিবস”। যদিও কবে এই দিনটি পালন হবে তা এখনই জানাননি মুখ্যমন্ত্রী।