নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ভুয়ো টিকাকাণ্ড নিয়ে আলোচনার দাবিতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। সেই প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ নন।
‘দলদাস স্পিকার চাই না’ এই স্লোগান তুলে বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। শুভেন্দু অধিকারী ও মিহির গোস্বামীর নেতৃত্বেই এই বিক্ষোভ কর্মসূচী হয় এদিন। কয়েকদিন আগেই বিধানসভার প্রথম অধিবেশনে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাধ্য হয়ে মাত্র ৪ মিনিটের বক্তব্য দিয়ে,বক্তৃতা শেষ না করেই বিধানসভা ছাড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভার অধিবেশন শুরুর দিন থেকেই বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কক্ষ। বিজেপি বিধায়কদের স্লোগানের সাথে সাথে বিধানসভার কক্ষ ত্যাগ করা নিয়ে বেশ আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে।