হলদিয়ার সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেন সেই একই সুর শোনা গিয়েছে খেজুরির সভায়। এদিন খেজুরি তে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খেজুরি না থাকলে জমি আন্দোলন সফল হতো না। তেখালি তে গুলি চলেছিল। আমার সরকার জিতলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে। দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। ছয় বছরে জ্বালানীর দাম বেড়েছে। বেকারত্ব বাড়িয়েছে। ক্ষমতায় এলে তুমি কি করেছো নরেন্দ্র মোদী? কখনো তিনি রবীন্দ্রনাথ কখনো বিবেকানন্দ। নিজের নামে স্টেডিয়াম করেছেন। কয়েকদিন বাদে দেশের নাম বদলে নিজের নাম করে দেবে। এদিন পূর্ব মেদিনীপুরের তিনটি দলীয় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারী কে মীরজাফর বিশ্বাসঘাতক গদ্দার বলেন তিনি। প্রথম সভা করেন হলদিয়ায়। তারপর পাঁশকুড়ায় সভা করেন মমতা। এদিন মমতা বলেন, বাংলা উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাই বিজেপির হিংসে হচ্ছে। হিংসুটের দল দানবের দল। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে বসে বিভিন্ন জনসভায় যাচ্ছেন মমতা। সেখানে তিনি বলছেন তিনি অনেক মার খেয়েছেন। তাকে মাথায় মারা হয়েছে। দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে। পা টা বাকি ছিল সেটাতেও আঘাত করা হলো। উন্নয়ন চান?তাহলে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল ভোট দিন। ভোট হয়ে যাওয়ার পর ভোটবাক্স পাহারা দিতে হবে জানান মমতা।