শুক্রবার দুপুরে বাঁকুড়া সদর থানার পাতালখুরি গ্রামের কৃষক সম্মান নিধি প্রকল্পের একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। সেখানের আমবাগান এলাকায় পৌছতেই ইট-পাথর পড়তে শুরু করে। তার ফলে সাংসদের গাড়ির পিছনের কাজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যদিও গাড়ির ভেতরে থাকা সাংসদ এবং তার দেহরক্ষীর কোন আঘাত লাগে নি। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সুভাষ সরকার বলেন, রাজ্যজুড়ে রাজনৈতিক সন্ত্রাস চলছে তারই অংশ এই হামলা। এইভাবে বিজেপিকে আটকানো যাবেনা। বিজেপি বাংলায় 2 কোটি 27 লক্ষ ভোট পেয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি শ্যামল সাঁতরা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন। বিজেপির বহু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তারই বহিঃপ্রকাশ। এবারের নির্বাচনে বিজেপি বাঁকুড়া লোকসভা হারিয়েছে। তাই তাদের ভিতর দ্বন্দ্ব বেড়ে গিয়েছে।