খড়গপুর সদরে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তখন তিনি দীর্ঘদিনের বিধায়ক এবং বর্ষীয়ান রাজনীতিক কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারিয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করে। তিনি সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন। পরে উপ-নির্বাচনে সেখানে তৃণমূলের প্রদীপ সরকার জয়লাভ করে। যুব তৃনমূলের রাজ্য কমিটির নেতা ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। 2020 সালের 23 শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল সভাপতি হিসাবে যে তালিকা প্রকাশ করেছিলেন সেখানে হিরনের নাম ছিল না। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ। দ্বিতীয় দফার ভোটে দুটি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা বাকি রেখেছিল। এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি খড়গপুর সদর ও বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো। খড়গপুর সদরে দিলীপ ঘোষের নাম নিয়ে জল্পনা ছিল। তবে বিজেপি সাংসদ কে আর বিধানসভায় দাঁড় করালো না। বাঁকুড়ার বড়জোড়ায় বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন সুপ্রীতি চট্টোপাধ্যায়। অভিনেতা অভিনেত্রী শিল্পী কলাকুশলীরা বিভিন্ন রাজনৈতিক দলে বিধানসভা নির্বাচনের আগে যোগদান করছেন। তৃণমূল কংগ্রেসে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যোগদান করেছেন তাদের অনেককেই প্রার্থী করেছে তৃণমূল। বিজেপিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যোগদান করেছেন সেখানে এবার হিরণ চট্টোপাধ্যায় কে বিজেপি প্রার্থী করল।