Rajib Ghosh– বিধায়ক পরেশ পাল এর নেতৃত্বে আমাদের জেলা সভাপতিকে নৃশংসভাবে মারা হয়েছে। কারা গুন্ডামি করেছে তার বলার প্রয়োজন নেই। বিধায়ক যদি নিজে গুন্ডাদের সঙ্গে মিলে বাড়িতে ভাঙচুর করে তাহলে কি বলবো। দলের কর্মীদের ওপরে হামলা হচ্ছে। জেলা সভাপতি এখনো গুরুতর জখম অবস্থায় হাসপাতালে। যদি এভাবে ওরা গুন্ডামি চালায় তাহলে আর এক পাশে থাকবে না। ভগবান আমাদেরও দুটো হাত দিয়েছেন। দিলীপ ঘোষ চুপ করে থাকার লোক নয়। মুখের সঙ্গে হাত দুটি ব্যবহার করতে জানি। দরকারে নমুনা দেখিয়ে দেব। হুঁশিয়ারি দিয়ে এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কয়েকদিন আগে ফুলবাগানে তৃণমূল এবং বিজিপির মধ্যে সংঘর্ষ হয়। সেখানে এক বিজেপি নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই কথা বলেন। নীতি আয়োগ এর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেননি। সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, শুধু জনসভায় দাবির কথা বলেন। সরকারি নীতি নিয়ম মানেন না। কেন্দ্রের টাকার হিসেব দিতে চান না। প্রাপ্ত টাকার খরচের হিসেব দিন প্রয়োজনে আবার টাকা নিন। অন্যান্য রাজ্য হিসেবে দিলে আপনি কেন দেবেন না? বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী শুক্রবার কয়েক লক্ষ টাকার কোকেন সমেত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যদি উনি দোষী প্রমাণিত হন তাহলে আইন আইনের পথে চলবে। যদি মিথ্যে মামলা হয় প্রতিবাদে নামব। এর আগে রাজ্য প্রশাসন বহু কর্মীকে মিথ্যা মামলা দিয়েছে।