বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দিপেন্দু বিশ্বাস তৃণমূল কংগ্রেস প্রার্থী না করার কারণে তিনি দল ছেড়েছিলেন। বিজেপিতে যোগদান করেছিলেন। তবে এবার বিজেপি ও ছেড়ে দিলেন দীপেন্দু বিশ্বাস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে চিঠি দিয়ে তিনি তার সিদ্ধান্তের কথা জানান। জানা গিয়েছে নিজাম প্যালেসে দুই মন্ত্রীসহ চার নেতাকে ডেকে পাঠানোর কারণে নাকি দীপেন্দু বিশ্বাস ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান কোভিড পরিস্থিতিতে এরকম ঘটনা ঠিক নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাই বিজেপি ছাড়ার কথা জানিয়ে দেন। নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর একের পর এক নেতা ভোটের টিকিট না পেয়ে দল ছাড়তে শুরু করেন। বিজেপিতে যোগদান করেন। সেই সময়ে দীপেন্দু বলেছিলেন দলের জন্য পরিশ্রম করেছি। কেন টিকিট দেওয়া হল না সেটা জানাতে পারত। সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্ক। তবে এদিন তিনি বিজেপি ছেড়ে দেওয়ার কথা জানালেন। দিলীপ ঘোষকে ইমেইল মারফত চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি।