Rajib Ghosh– পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গঙ্গা কে দূষণমুক্ত করবে। গঙ্গাসাগর কে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গঙ্গাসাগর থেকে দক্ষিণ 24 পরগনা জেলা সফর শুরু করলেন অমিত শাহ। গঙ্গাসাগরে পুজো দেন তিনি। পূজো সেরে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে গোমুখ থেকে গঙ্গা কে দূষণমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এই রাজ্যে এসে সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। সেই প্রকল্প বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে রূপায়ণ করবে। এদিন গঙ্গাসাগরে পৌঁছে প্রথমেই সৈকত দর্শন করেন অমিত শাহ। তারপরে কপিলমুনির মন্দিরে যান। সেখানে ভারতীয় দর্শনের আদি মুনির অর্চনা করেন তিনি। মন্দিরের পুরোহিতরা অমিত শাহের হাতে একটি লাল বস্ত্র তুলে দেন। অমিত শাহ বলেন, গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলা হাজার হাজার বছর ধরে বসে। এখানকার চেহারা দেখে কষ্ট হয়। এই মেলাকে বিজেপি ক্ষমতায় এলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সারাবিশ্বের আকর্ষণের কেন্দ্র হবে গঙ্গাসাগর। তারপরে তিনি নামখানা ইন্দিরা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন। নামখানায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। সেখানেই এক মৎস্যজীবীর বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ করবেন। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে অমিত শাহ বালিগঞ্জ ভারত সেবাশ্রমে যান। সেখানে সন্ন্যাসীরা মাননীয় অমিত শাহজি কি জয় ধ্বনি দেন। সেখানে অমিত শাহ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ যে দেশের স্বপ্ন দেখেছিলেন সেই ভাবেই এই দেশকে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ে উঠেছে।