এবারের বিধানসভা নির্বাচনে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। বিমল গুরুং বহুদিন পর পাহাড়ে ফিরেছেন। তবে তিনি এবার তৃণমূলকে জেতানোর জন্য চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের তিনটি আসন গোর্খা জনমুক্তি মোর্চা কে ছেড়ে দিয়েছেন। এদিন দার্জিলিঙে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন পাহাড়ের বর্তমান নষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি ভবিষ্যৎ নষ্ট করতে দেবেনা। শিক্ষা থেকে পানীয় জল গোর্খা ভাই-বোনদের কোন কিছুর জন্যই আর ভুগতে হবে না। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে গোর্খাদের আর কিছু নিয়ে ভাবতে হবে না। এতদিন সমস্ত সমস্যার সমাধান করা হবে। বিজেপির সঙ্গে গোর্খাদের সম্পর্ক পবিত্র। বিজেপি ক্ষমতায় আসা মাত্র 11 গোর্খা জনজাতি কে তপশিলি সম্প্রদায়ের তকমা দেওয়া হবে। গোর্খা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হবে। তবে এদিনের সভা থেকে পৃথক গোর্খাল্যান্ডের বিষয়ে অমিত শাহ কিছু বলেননি। তিনি আরো বলেন, গত 70 বছরে দার্জিলিংয়ের কোনো উন্নয়ন হয়নি।বাম কংগ্রেস-তৃণমূল সবাই দার্জিলিংয়ের উন্নয়নে ফুলস্টপ লাগিয়ে দিয়েছেন। তবে চিন্তার কিছু নেই। আগামী 2 মে দার্জিলিঙে অকাল দীপাবলি হবে। কারণ বিজেপির দু’শোর বেশি আসনে জিততে চলেছে বাংলায়। এদিনের সভায় থেকে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।