Rajib Ghosh– আড়াই মাস ধরে বিজেপি করছি কিন্তু মনে হচ্ছে যেন 20 বছর ধরে বিজেপির সঙ্গে ছিলাম। দুই বছর আগে এখানে এসে কালী মন্দির উদ্বোধন করেছিলাম। আপনারা জানেন। এই জায়গা আমার অপরিচিত জায়গা নয়। পুরনো লোক মাঠটা চেনা ঝান্ডাটা নতুন আর প্রতীক হচ্ছে পদ্মফুল। দলীয় সভা থেকে এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের নীলদা এলাকায় জনসভায় যোগ দেন তিনি। সেখানে শুভেন্দু আরো বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ছিলাম। আজ ভারতীয় জনতা পার্টির হয়ে বলার জন্য এসেছি।এই কারণে তৃণমূল কংগ্রেস এখন আর রাজনৈতিক দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। তৃণমূল 2011 সালে যে পরিবর্তনের কথা বলেছিল সেই কাঙ্খিত পরিবর্তন করতে পারেনি। মুখ্যমন্ত্রী বলছেন দেড় থেকে দুই কোটি বেকার কে তিনি নাকি চাকরি দিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গে কেউ চাকরি পায়নি। আজ 7 বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। পশ্চিমবঙ্গে সাড়ে 9 বছরে কোনো শিল্প আসেনি। আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিকে নাম বদল করে এলাকায় কাটমানি নেওয়া হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নামবদলের কথা জানান শুভেন্দু। এর আগেও একাধিক জনসভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নামবদলের কথা বলেছেন। সেই প্রসঙ্গে এদিন আরো বলেন, প্রত্যেকটা জায়গায় কাটমানি সিন্ডিকেট রাজ তোলাবাজি ছাড়া অন্য কিছু নেই। এরপরে কেন্দ্রীয় সরকারের উজালা গ্যাস রেশনের প্রকল্প নিয়ে বলেন। সেখানে লকডাউন এর সময় মোদীজি দেশের মানুষকে খাদ্যশস্য দিয়েছেন সেই কথা জানান শুভেন্দু।এরপরে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি আসছে। 200-র বেশি আসনে জয়লাভ করবে। সংখ্যালঘু মুসলিম দের উদ্দেশ্যে তৃণমূলের ফাঁদে পা না দেওয়ার কথা বলেন তিনি।