বিজেপির সব বিধায়কদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে দিল্লি। এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর। রাজ্য পুলিশের উপর ভরসা নেই দিল্লির। তাই বিধায়কদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে দিল্লি।

রাজ্যে মোট ৭৭ জন বিজেপির বিধায়ক রয়েছেন। ভোট-পরবর্তী হিংসায় রাজ্যে পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত। প্রত্যেকদিন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে। সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারাও রাজ্যের ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছে। সমস্ত রিপোর্ট পর্যালোচনা করার পর দলীও বিধায়কদের সুরক্ষা দিতে তৎপর দিল্লি।

তবে কোনও বিধায়ক নিরাপত্তা না নিতে চাইলে তাঁকে জোর করবে না দিল্লি। রাজ্যের প্রত্যেক বিধায়কের সঙ্গে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির কর্তারা। বর্তমানে শুধু বিধায়কদের মধ্যে শুভেন্দু অধিকারী ও মুকুল রায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান। বিজেপিতে যোগদান করার পরই তাদের নিরাপত্তা দিয়েছিল দিল্লি। এবার দলের সমস্ত বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।