বিশ্বভারতীতে প্রায়ই বিভিন্ন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু এই ধরনের রাজনৈতিক আলোচনা এর আগে হয়েছে বলে কারো জানা নেই। 18 ই মে বিশ্বভারতীতে আলোচনা সভার বিষয় ছিল, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় হল কেন? বক্তা কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ এর যুগ্ম পরামর্শদাতা অধ্যাপক সঞ্জয় কুমার। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সভাপতিত্বে এই আলোচনা সভা হওয়ার কথা ছিল। এই বিষয়টি নিয়ে বিশ্বভারতীর অধ্যাপক পড়ুয়া আশ্রমিক থেকে শুরু করে বোলপুর সংলগ্ন এলাকার সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। তারপরেই বিতর্ক শুরু হয়। এর আগেও একাধিক বিষয় নিয়ে বিশ্বভারতীর প্রসঙ্গে বিতর্ক হয়েছে। এবার এই ধরণের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভা করার প্রসঙ্গটি সামনে আসার পরেই প্রবল বিতর্ক শুরু হয়। তারপর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই আলোচনা সভা বাতিল করতে বাধ্য হন। বিশ্বভারতীর মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে প্রায় সমস্ত রাজনৈতিক দলই প্রতিবাদ জানিয়েছে।