নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কলকাতা পৌরনিগমের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় অধিকাংশ জয়লাভ করেছে তৃণমূল। বিরোধীরা খাতা খুললে এক অঙ্কের সংখ্যা পার করতে পারেনি। এমত অবস্থায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ‘বিজেপিকে লজ্জা করা উচিত’ বলে কটাক্ষ করলেন।
অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “এই ফলাফল দেখে বিজেপির লজ্জা করা উচিত এবং তৃণমূল সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের গুনগান গাওয়া উচিত মাঝেমধ্যে”। পাশাপাশি তিনি কংগ্রেস এবং সিপিএম এর দুটি করে আসন পাওয়ার নিয়ে বলেন, “এই নির্বাচনে তারা জোট করেনি বলেই আসন পেয়েছে। জোট করলে বিধানসভার মতোই শূন্য হয়ে যেত। বিধানসভায় যদি তারা জোট না করতো তাহলে অন্ততপক্ষে দুটি দল মিলে ১০টি আসন পেত। অন্যদিকে বিজেপির আসন কমতো দশটি”।