সেদিন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ত্রিশঙ্কু হলে কি হবে। আমি প্রথমে বলেছিলাম ত্রিশঙ্কু হওয়ার কোনো সম্ভাবনা আমরা মানছি না। কারণ সংযুক্ত মোর্চা সরকার গঠন করবে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি এদিন দাবি করেন ভোট পরবর্তী পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থনের বার্তা তিনি দেননি। তাঁর অভিযোগ আমার কথা বিকৃত করা হয়েছে। ত্রিশঙ্কু হলে মমতা বিজেপির হাত ধরবে। এদিন বহরমপুরে কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী একথা বলেন। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয় বুঝতে পেরে সোনিয়া গান্ধীর কাছে দরখাস্ত করেছেন। এমন হতে পারে সংযুক্ত মোর্চা সরকার গঠন করছে। মমতা নিজের ভুল বুঝতে পেরে বলতে পারেন ভুলভ্রান্তি রাজনীতি করেছি আমাকে ক্ষমা কর। আমি তোমাদের সমর্থন করতে চাই। বুধবার তিনি এই কথাটাই বলতে চেয়ে ছিলেন বলে দাবি অধীরের। এদিন তিনি বলেন, যদি প্রশ্ন করেন ত্রিশঙ্কু হলে কি হবে। আমি বলছি মমতা বিজেপির হাত ধরবেন। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শক্তি দিলেন। কংগ্রেস বাম কে খতম করলেন। পশ্চিমবঙ্গে বিজেপির দুটো নায়ক শাহ আর মোদী। আর সহ নায়ক নাড্ডা। তৃণমূল দলের একটা নায়ক আর তার পিসি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অধীর বলেন, কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারকে নির্ভর করতে হয়। কেন্দ্রীয় সরকারের নির্ভর করতে হয়। তাই তারা শত্রু হয়ে যাবে এই রাজনীতি করি না।