বিজেপির শোচনীয় পরাজয়ের পরে দলের মধ্যেই ভাঙ্গন শুরু হয়েছে। বিজেপির সংখ্যালঘু সেল এর সহ-সভাপতি কাসেম আলী সহ একাধিক সংখ্যালঘু নেতারা তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন বলে জানা গিয়েছে। 2017 সালে মুকুল রায় যখন বিজেপিতে যোগদান করেন তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা কাসেম আলী তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। কাসেম আলী বলেন, বিজেপি মুসলমানদের দল নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেবেন। তৃণমূলে যোগদান করতে চলেছেন সেটা তাঁর কথায় বোঝা গিয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দিয়েছিলেন হুগলির পুড়শুড়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। তিনিও তৃণমূলের ফেরত আসতে চাইছেন বলে জানা যাচ্ছে। সেই কারণে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে তারা যোগাযোগ করছেন। তাদের কথায় বাংলার রাজনীতিতে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো চলবে না। বিজেপি দলের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়েই তারা ফের দলত্যাগ করতে চাইছেন। তবে তৃণমূল কংগ্রেসের তাদের গ্রহণ করা হয় কিনা সেটাও জানতে চান। কাসেম আলী পারভেজ রহমান কবিরুল ইসলাম সহ সংখ্যালঘু মোর্চার একাধিক নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চাইছেন।