Rajib Ghosh– যেখানে বাম শরিকদল প্রার্থী দেবে সেখানে রক্ত দিয়ে হলেও মাতৃভূমিকে স্বাধীন করবো। পুরনো দিনে কি হয়েছে ভুলে গিয়ে বিজেপি সরকার এবং বিজেপি সরকারের বি টিম মমতা সরকারকে আমরা উৎখাত করব। ব্রিগেডের সমাবেশ থেকে বক্তব্য দিতে গিয়ে বললেন আব্বাস সিদ্দিকী। এদিন ব্রিগেড সমাবেশে বাম কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বিজেপি এবং তৃণমূল কে আক্রমণ করেন তারা। রাজ্যে বামপন্থী জোটের সরকারের কথা বলেন। তবে আই এস এফ এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেন, মমতা বাংলার স্বাধীনতা কেড়েছে। নারীদের অধিকার কেড়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত নয়-এরকম মাদ্রাসার শিক্ষকরা সিভিক ভলেন্টিয়াররা পুলিশকর্মীরা টেটের শিক্ষকেরা পার্শ্বশিক্ষক রা মমতার আমলে সমস্যায় রয়েছে। এদের দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না। চ্যালেঞ্জ দিলাম 2021 এ মমতাকে আমরা জিরো করে দেখিয়ে দেব। বাংলার মানুষকে এতদিন প্রশাসন দিয়ে রুখে দিয়েছিল। এখন আর ভয় পাওয়ার কারণ নেই। দিদিমনির হাত থেকে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে গিয়েছে। আর একমাস পরে দিদির হাত থেকে বাংলা চলে যাচ্ছে। আমরা বাংলা দখল করব। বেকার যুবকদের কর্মসংস্থান দেবো। শিল্প তৈরি করব। এদিনের বক্তব্যে আব্বাস বাম দলের হয়ে সমর্থনের এর কথা বললেও খোলাখুলিভাবে কংগ্রেসের নাম করেননি। সেই প্রসঙ্গে তিনি বলেন, ভাগীদারি করতে এসেছি কারো তোষণ করতে আসিনি। কেউ যদি মনে করে বন্ধুত্বের হাত বাড়ানো দরকার দরজা খোলা রয়েছে। আগামী দিনে আব্বাস সিদ্দিকী লড়াই করবে। কথা দিয়ে গেলাম। এদিনের ব্রিগেডের সমাবেশ মঞ্চে সীতারাম ইয়েচুরি বিমান বসু অধীর চৌধুরী আবদুল মান্নান ডি রাজা আব্বাস সিদ্দিকী সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র। সীতারাম ইয়েচুরি দাবি করেন, ব্রিগেডের সমাবেশ বোঝাচ্ছে বাংলায় পরিবর্তন আনবে সংযুক্ত মোর্চা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.