Rajib Ghosh– বাংলায় তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই। তবে ওদের লুকিয়ে থাকা বন্ধুদের থেকে সতর্ক হতে হবে। ম্যাচ ফিক্সিং হয় জানেন তো। রাজনীতির পর্দার পিছনে বাম কংগ্রেস তৃণমূল মিলে ম্যাচ ফিক্সিং করছে। হলদিয়ায় বিজেপির জনসভা থেকে এই ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজনৈতিক সভা করলেন হলদিয়ায়। এদিন তিনি হলদিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। হলদিয়ার হেলিপ্যাড মাঠে রাজনৈতিক সভা করেন Modi সেখানে তিনি রাজ্যের TMC সরকার কে আক্রমণ করে বলেন বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধা করে দেওয়া। সতর্ক হতে হবে। অন্যদেরকেও সতর্ক করতে হবে। পশ্চিমবঙ্গে এবার আসল পরিবর্তন হবে। BJP-র সরকার আসলে কি হয় তার প্রমাণ পাচ্ছে ত্রিপুরা। সপ্তম বেতন কমিশন বিভিন্ন রাজ্যে লাগু করা হয়েছে। এখানে এখনো পর্যন্ত কার্যকর হয়নি। বাংলার মানুষ ফুটবল ভালোবাসেন। TMC অনেক ফাউল করেছে। খুব শীঘ্রই বাংলা তৃণমূলকে লালকার্ড দেখাবে। মোদি এদিন তার বক্তৃতায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্বন্ধে বলেন, রাজ্যে BJP ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের কৃষকরা এতদিন যে টাকা পাননি সেটা দেওয়া হবে। খারাপ লাগে পশ্চিমবঙ্গের কৃষক লাখ লাখ টাকা পাননি। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে হয়নি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে এসে রাজনৈতিক সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।