Rajib Ghosh– দীর্ঘদিন পরে বাম কংগ্রেসের জোট একটু মজবুত ভাবে এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। বাম এবং কংগ্রেসের মধ্যে আসন রফা নিয়ে জট কাটলেও আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ কে নিয়ে বাম কংগ্রেসের মধ্যে রীতিমতো সমস্যা তৈরি হয়েছে। তার কারণ আব্বাস সিদ্দিকীর দল আই এস এফ কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় একাধিক আসন দাবি করেছে। এমনকি তার মধ্যে কংগ্রেসের বেশ কয়েকটি জেতা আসন রয়েছে। প্রয়াত কংগ্রেস নেতা গনি খানের কেন্দ্র সুজাপুর পশ্চিম রয়েছে। এছাড়াও মিল্টন রশিদ, মোহিত সেনগুপ্তর জেতা আসন দাবি করেছে আব্বাস সিদ্দিকীর দল। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে আব্বাস সিদ্দিকীর এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। মুর্শিদাবাদ এবং মালদা জেলায় একটা আসন ছাড়া যাবে না। সূত্রের খবর আসন রফা নিয়ে একটা বৈঠকেও আব্বাস সিদ্দিকী উপস্থিত ছিলেন না। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে মালদহ, মুর্শিদাবাদে নয় অন্য জায়গায় তারা ৮ টি আসন দিতে রাজি। সিপিআইএম অবশ্য তাদের জলঙ্গীর জেতা আসন আব্বাসের দলকে ছেড়ে দিয়েছে। সিপিএম ২০ টি আসন ছেড়ে দিচ্ছে। এছাড়াও তাদের শরিকদের মধ্যে ফরওয়ার্ড ব্লকের ৪ টি, আরএসপি ২ টি এবং সিপিআই ১টি আসন নিয়ে ৭ টি আসন মোট রয়েছে। এই পরিস্থিতি নিয়ে ফের বিমান বসু প্রদীপ ভট্টাচার্য বৈঠকে বসতে চলেছেন। আব্বাস সিদ্দিকীর দল যেভাবে মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের জেতা আসন দাবি করেছে এবং কংগ্রেসের পক্ষ থেকে কোনোভাবেই সেই দাবি মেনে নেওয়া হচ্ছে না। ফলে বিধানসভা নির্বাচনে তাদের জোট কতখানি ফলপ্রসূ হয় সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.