Rajib Ghosh– বামেরা আব্বাস সিদ্দিকীর পা জড়িয়ে ধরেছে। বাংলা আগামীতে ভয়ঙ্কর দিন দেখতে চলেছে। যার বিরুদ্ধে বিজেপি লড়াই চালিয়ে যাবে। এই কথা বলেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বাম কংগ্রেসের জোট এর ব্রিগেড সমাবেশে আব্বাস সিদ্দিকী রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। সেখানে তিনি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে বলে জানান। বামেদের সমর্থনের কথা জানান আব্বাস। তবে স্পষ্টভাবে কংগ্রেসের হয়ে সমর্থনের কোনো কথা তিনি বলেন নি। যেটা নিয়ে বাম কংগ্রেসের জোট এর ভিতরে জল্পনা শুরু হয়েছে। বাম কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর এই জোটকে বিষাক্ত শক্তি বলে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূলের অনুপ্রেরণায় মহম্মদ সেলিমের প্রযোজনায় ভাইজানের ব্রিগেড দেখেছি। এই মঞ্চে কোথাও জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম শোনা যায়নি। কংগ্রেসের নেতারা উপস্থিত থাকলেও বন্দেমাতরম শোনা যায়নি। মঞ্চে শব্দ চয়ন বক্তাদের বিভিন্নভাবে তাদের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করলো পশ্চিমবঙ্গে আরেকটা বিষাক্ত শক্তি জন্মগ্রহণ করেছে। মহম্মদ সেলিম এবং তৃণমূলের বিজেপিকে আক্রমণ করার ভাষা অবিকল এক। রাজ্য সরকার পুরনো তারিখ দিয়ে দান খয়রাতি চালু রেখেছে। বাংলায় যে নির্লজ্জ তোষণের রাজনীতি চলছে মানুষ তার বিচার করবে।