নিজস্ব সংবাদদাতা: রবিবার বরানগর ‘নেতাজী কলোনি লোল্যান্ড’ এ খুঁটি পুজোর উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন অনুষ্ঠানে এসে সৌগত রায় বাবুল সুপ্রিয়র দল ছাড়া নিয়ে মন্তব্য করেন। তাঁর কথায়, “বাবুলের সঙ্গে আমার কথা হয়েছিল বিধানসভার নির্বাচনে হেরে যাওয়ার পর। সে জানিয়েছিল ওকে মন্ত্রিসভার থেকে বসিয়ে দেওয়া হয়েছে। দল ওর প্রতি সুবিচার করেনি ও তো রাজনীতির লোক নয়। আমরা যেমন হারা জেতার মধ্য দিয়ে রাজনীতি ধরে রাখি ওর সেই স্ট্যামিনা নেই তাই ও রাজনীতি ছেড়ে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যাতে রাজনীতিটা না ছাড়ে। কিন্তু আমার মনে হচ্ছে না ওকে ধরে রাখা যাবে”।
একই সাথে তিনি বলেন, “বিজেপির ভেতরের অবস্থা খারাপ। দিলীপ ঘোষের সঙ্গে বাবুলের ঝামেলা। ভালোভাবে অনেকেই থাকতে পারছে না বিজেপির অন্দরে”।
তৃণমূলে তাকে স্বাগত জানানো হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, “এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন”।