নিজস্ব সংবাদদাতা: ‘মিউচুয়াল ডিভোর্স সুখের। যে যেখানে শান্তি পান ভাল।ক্লোজড চ্যাপ্টার। বিজেপির কাছে
রাজনীতি খেলা নয়’। বাবুল সুপ্রিয়র ফুল পরিবর্তনের পরই তাঁকে ‘বন্ধ অধ্যায়’-এ পরিণত করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
এরপরই তিনি বলেন, “ঝালমুড়ি, ভেলপুরি, ধোকলা রাজনীতির আলোচনা নয়। মানুষ এতে উৎসাহী নয়৷ আমরা কেন কথা বলব। বিজেপির প্রতি ভাষা সন্ত্রাস করলে টিআরপি বাড়ে। আমরা ওপথে যাব না। আসানসোলের সঙ্গে সুবিচার করেননি বাবুল”।
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শমীক বাবু বলেন, “আমাদের অনেক ভুল ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না। সেটা তাকে অপমান করা হবে। শুভেন্দু অধিকারী নিজের সব পদ ছেড়ে, বিধায়ক পদের পদত্যাগ করে বিজেপিতে যোগদান করে বিজেপির টিকিটে মুখ্যমন্ত্রীকে নির্বাচনে হারিয়ে বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন। সেটা মাথায় রাখতে হবে”।
ভবানীপুরের উপনির্বাচন নিয়ে বলেন, “নির্বাচন দলের তরফে যারা পরিচালনা করছেন তারাই এ বিষয়ে বিশদ বলতে পারবেন। তবে ভবানীপুরে ১৮ জন মন্ত্রী কে খেলতে নামানো হয়েছে। অন্যদিকে বিজেপির এক বাচ্চা মেয়ে প্রার্থী। তাহলে সেখানে কেন পোস্টার ছেড়া হচ্ছে জানিনা? মানুষ সব দেখছেন।ভবানীপুরের মানুষই এর উত্তর দেবেন”।