বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র লক্ষ্য রাজ্যের ক্ষমতা দখল করা। সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির জোরদার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। সেই সময়ে নতুন একটি সমীক্ষা অনুযায়ী রাজ্যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে জানা গিয়েছে। তৃণমূল এককভাবে বেশি আসন পেলেও বিজেপির সঙ্গে ব্যবধান একেবারে কম। রাজ্যের 42 টি লোকসভা আসনে এক সংবাদমাধ্যম সমীক্ষা করেছিল। সেই সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 130 থেকে 146 টি আসন পেতে পারে। সেখানে বিজেপি 130 থেকে 140 টি আসন পেতে পারে। ফলে লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়। তবে 2016 সালের তুলনায় বিজেপির ভোট বাড়লেও লোকসভা নির্বাচনের নিরিখে সেটা কমে যেতে পারে। লোকসভা নির্বাচনে বিজেপি 40.7% ভোট পেয়েছিল। সেটা এবার কমে 38 শতাংশ হতে পারে। সমীক্ষা অনুযায়ী 2016 সালে তৃণমূল কংগ্রেস 44, 9 শতাংশ ভোট পেয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে সেটা কমে 43 , 3 শতাংশ হয়। এবার সেটা আরও কমে 40% হতে পারে। বিধানসভা নির্বাচনে বাংলায় ম্যাজিক ফিগার 148 অর্থাৎ সমীক্ষা অনুযায়ী যে আসন দেওয়া হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে। সমীক্ষা অনুযায়ী অন্যান্যদের দখলে যেতে পারে 6 টি আসন। বাম কংগ্রেস এবং আই এস এফ এর সংযুক্ত মোর্চা 14 থেকে 18 টি আসন জিততে পারে। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপির আসন ততোই বাড়ছে। বাংলা দখলের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমছে বিজেপির। যদিও সমীক্ষার ফল পুরোপুরি নাও মিলতে পারে। অতীতেও এরকম হয়েছে বলে জানা গিয়েছে।