Rajib Ghosh– পশ্চিমবঙ্গ সহ 4 টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। করোনা পরিস্থিতিতে সমস্ত আসনে নির্বাচন করানোর জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করেছে কমিশন। এদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। রাজনৈতিক দলের প্রচার এবং ভাষণের দিকে কমিশনের কড়া নজর থাকবে। পশ্চিমবঙ্গের 294 বিধানসভা আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। প্রথম দফায় বাংলায় ভোট 27 শে মার্চ 30 টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া 1,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর 1, পূর্ব মেদিনীপুর 1
দ্বিতীয় দফায় ভোট 1 এপ্রিল 30 টি আসনে। বাঁকুড়া 2, পশ্চিম মেদিনীপুর 2, পূর্ব মেদিনীপুর 2, দক্ষিণ 24 পরগনা 1
তৃতীয় দফায় ভোট 6 এপ্রিল 31 টি আসনে।
চতুর্থ দফায় ভোট 10 এপ্রিল 44 টি আসনে। হাওড়া 2, হুগলি 2, দক্ষিণ 24 পরগনা 3, আলিপুরদুয়ার, কোচবিহার
পঞ্চম দফায় ভোট 17 এপ্রিল 45 টি আসনে। উত্তর 24 পরগনা 1, নদীয়া 1, পূর্ব বর্ধমান 1, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
ষষ্ঠ দফায় ভোট 22 এপ্রিল 43 টি আসনে। উত্তর 24 পরগনা 1,নদীয়া1, পূর্ব বর্ধমান 1, উত্তর দিনাজপুর
সপ্তম দফায় ভোট 26 এপ্রিল 36 টি আসনে। মালদহ 1, মুর্শিদাবাদ 1, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর
অষ্টম দফায় ভোট 29 এপ্রিল 35 টি আসনে। মালদহ 2, মুর্শিদাবাদ 2, কলকাতা উত্তর, বীরভূম
বাংলায় আট দফায় ভোট গ্রহণ হবে 27 শে মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 2 মে। এছাড়াও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত তাদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। বাড়ি বাড়ি প্রচার করলে সর্বোচ্চ 5 জন যেতে পারবে। অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে 2 জন যেতে পারবেন। বিহারের মতো ভোট দানের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গে 1 লক্ষ 1 হাজার916 টি ভোট কেন্দ্র থাকবে। 31 শতাংশ ভোট কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.