পশ্চিমবঙ্গে 8 দফায় নির্বাচন সম্পন্ন হতে এখনো 11 দিন বাকি রয়েছে। আগামী দিনে যত প্রচার অভিযান করার কথা ছিল তার সবকটি বাতিল করেছেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারে রাহুল গান্ধী লেখেন করোনা পরিস্থিতি বিবেচনা করে আমি পশ্চিমবঙ্গে আমার সমস্ত নির্বাচনী জনসভা বাতিল করছি। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে এই ব্যাপারে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তে আসার অনুরোধ জানান তিনি। রাহুল গান্ধী বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশাল জনসভার আয়োজন করলে ফল কি হতে পারে সেটা ভেবে দেখা উচিত। আমি সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীকে এই বিষয়ে গভীর ভাবে ভাবতে বলবো। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নির্বাচনী প্রচার বাতিল করার কথা জানান রাহুল গান্ধী। তার এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এর আগে বামফ্রন্ট করোনা আবহে ভোট প্রচার নিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত ঘোষণা করেছিল। করোনা আবহে ভোটের মাঝে এবার দায়িত্বশীল সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী।