5 -6 মাস এখানে কোনো কোভিড ছিল না। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ইঞ্জেকশন ওষুধ দিয়ে ভালো রাখতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। কেন করেনি বিজেপি। আজকে আবার কোভিড কে বাড়িয়ে দিয়েছে। এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নবদ্বীপের জনসভা থেকে বিজেপি কে আক্রমণ করে বক্তব্য রাখেন। বহিরাগতদের এনে বাংলায় বিজেপি করোনা ছড়াচ্ছে বলেন তিনি। মমতা বলেন, ইলেকশন কমিশন কে অনুরোধ করব বহিরাগতদের বাংলায় আসার দরকার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল তৈরি করা হোক। তাদের কোভিড টেস্ট করানো হোক। গুজরাট থেকে লোক নিয়েছে কেন প্যান্ডেল বানাবে। ঝাড়খন্ড উত্তর প্রদেশ থেকে লোক এনে কেন প্যান্ডেল তৈরি হবে। বাংলাকে বাংলার মত থাকতে দিন। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। আপনাকে বারবার বলছি। অনেক আগেই চিঠি লিখেছিলাম। বিনা পয়সায় ইনজেকশন দেওয়ার অনুমতি দিন। তখন দেননি কেন। পলিটিক্স ছাড়া তো কিছুই বোঝেন না। মমতা আরো বলেন, বাইরে থেকে যত লোক চলে আসছে। বহিরাগত গুন্ডারা কোভিড নিয়ে আসছে। প্রধানমন্ত্রীর প্যান্ডেল করতে হাজার হাজার লোক আসছে। বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। এদিনের সভায় থেকে এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।