আলাদা করে নারী দিবস প্রয়োজন হয়না। ভারতবর্ষে নারীদের সম্মান দেওয়া হয়। আমরা সীতারাম রাধাকৃষ্ণ বলি। নারীদের প্রথমেই রাখা হয়। ভারতবর্ষে নারীদের সম্মান মর্যাদা দেওয়া হয়। যুগ যুগ ধরে চলে আসছে। পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়। সেই বিষয়ে সচেতন হওয়া উচিত। নারীদের সুরক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। এই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। সেখানে তিনি নারীদের সম্মান ভারতবর্ষে দেওয়া হয় বলে জানান। তিনি আরো বলেন, অনেকেই বিজেপিতে যোগদান করতে চাইছেন। তবে আমরা দলের পক্ষ থেকে বলছি স্থানীয়ভাবে যোগদান করতে। এদিনও বিজেপির কার্যালয় অনেকের যোগদান করার কথা রয়েছে। মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে তিনি বলেন,দল ঠিক করবে তিনি প্রার্থী হবেন কিনা। আর বাংলার মুখ জনতা ঠিক করে দেবেন। এরপর রাজনৈতিক কর্মসূচি আরো জোরদার ভাবে শুরু হয়ে যাবে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।