Rajib Ghosh– গণতন্ত্রের অন্যতম লড়াই হবে পশ্চিমবঙ্গে। রাজ্যের মানুষ সঠিক বার্তা নিয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বাংলা নিজের মেয়েকেই চায়। টুইটারে লিখেছেন তৃণমূলের নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর। এছাড়াও 2 মে ভোটের ফল ঘোষণার দিন আগের টুইট মিলিয়ে নিতে বলেছেন তিনি। এর আগে টুইট করে প্রশান্ত কিশোর বলেন, বিজেপি বাংলায় দুই অঙ্কের সংখ্যা টপকাতে পারবে না। তারপর নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরের দিন ফের টুইট করলেন পিকে। এর আগে রাজ্যের বিধানসভা নির্বাচনে যখন কোনো রাজনৈতিক দল জিতেছে 200 আসন পার করে দিয়েছে। 2001 সালে শুধু বামেরা 199 টি আসনে জিতেছিল। তবে এর আগের বিধানসভা নির্বাচনে বাংলায় বামেদের বিরুদ্ধে কংগ্রেস থাকলেও কখনো এআইসিসি সেই ভাবে জোর দেয় নি। এবারের বিধানসভা নির্বাচনে অন্যান্য নির্বাচনের থেকে তফাৎ রয়েছে। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। বিজেপির লক্ষ্য রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করা। প্রশান্ত কিশোরের টুইট প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সায়ন্তন বসু বলেন, যাকে বাংলার নিজের মেয়ে বলা হচ্ছে তার সততার মুখোশ খুলে গিয়েছে। বাঙালি আবেগ দিয়ে কাটমানি, চাল চুরি, দুর্নীতি ঢাকার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল বাংলা নিজের মেয়েকেই চায় এই কর্মসূচির মাধ্যমে যে বার্তা দিতে চাইছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান মুখ। তার প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। এদিনের টুইটে প্রশান্ত কিশোর সেটাই বোঝাতে চেয়েছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.