Rajib Ghosh– বাঙালি অবাঙালি মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। বাংলার পক্ষে লড়াইয়ের কথা বলেন TMC নেত্রী এবং CM মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের সর্বক্ষেত্রে একত্রিত করার কথা বলেন। বাংলার জয়ের কথা বলেন। জয় বাংলা স্লোগান দিচ্ছেন। সেই কারণে BJP-কে এবার বাঙালি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নির্বাচনের আগে বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার কথা বলা হচ্ছে। TMC-র পক্ষ থেকে BJP-কে অবাঙালিদের পার্টি বলে অভিযোগ করা হয়। তৃণমূলের এই বক্তব্যকে বিজেপির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে। এবার অবাঙালি ভোটারদের মন বোঝার জন্য তৃণমূল ভবনে বিশেষ বৈঠক করতে চলেছেন CM মমতা বন্দ্যোপাধ্যায়। BJP বাঙালির সঙ্গে অবাঙালি ভোটারদের জন্য একের পর এক কর্মসূচি নিয়েছে। সেই কারণে এবার অবাঙালি দের দলের পক্ষে আনার জন্য হিন্দিভাষী সংগঠনের সঙ্গে বিশেষ বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে অবাঙালি ভোটারদের সংখ্যা বেড়েছে। বিভিন্ন কারণে তারা এই রাজ্যে রয়েছেন। কলকাতা সংলগ্ন বিধানসভা কেন্দ্র গুলিতে অবাঙালি ভোটারের সংখ্যা বিপুল। প্রায় 50 শতাংশই অবাঙালি ভোটের একটা বড় অংশ BJP পেয়ে আসছে। লোকসভা নির্বাচনে রাজ্যে BJP যথেষ্ট সাফল্য পেয়েছে। বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করা একমাত্র পাখির চোখ বিজেপির। সেই পরিস্থিতিতে যদি অবাঙালি ভোটের অধিকাংশটাই BJP-র দিকে যায় তাহলে কলকাতার অনেক আসনে TMC-র পক্ষে লড়াই কঠিন হবে। সেই কারণেই হিন্দিভাষী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করে তাদের মতামত জানতে চাইছেন Mamata বিধানসভা নির্বাচনের লক্ষ্যে অবাঙালি ভোটারদের দলের পক্ষে আনার জন্য এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।