Rajib Banerjee – পশ্চিমবঙ্গের মতো সমৃদ্ধ রাজ্য খুব কম আছে। দিদি আপনি বাংলার মানুষের অপমান করেছেন। বিজেপির সভায় যে ভিড় হয় সেটা পয়সার জন্য হয়। এটা কি সত্যিই? আপনারাই জবাব দিন। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী 6 তারিখে তৃতীয় দফার ভোট গ্রহণ হবে। হুগলির বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এদিনের সভায় থেকে মোদি বলেন, দিদি আপনার খেলা শেষ হয়ে গিয়েছে। 2 মে আপনি টের পাবেন। মানুষের দুর্দশার সুযোগ নিয়ে রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেস বোকা বানিয়েছে। আপনি আমাকে অপমান করুন। কিন্তু সাধারণ মানুষকে অপমান করবেন না। এই মানুষের জন্যই দিদি ভোটে ক্ষমতায় এসেছিলেন। আজ সেটা ভুলে গিয়েছেন। মমতাকে মোদীর কটাক্ষ বাংলার দই এত মিষ্টি কিন্তু দিদি এত তেতো কেন। বাংলায় বিজেপি সরকার গঠন করবে। আর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমি থাকবো। কৃষকদের টাকা দেব। আর তা দুর্গাপুজোর আগেই দেব। বাংলার মানুষের কথা ভাবে না তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের কথা মানলে সাধারণ মানুষের লাভ হতো। অথচ দিদি সেটা করতে দিলেন না। বাংলায় ডবল ইঞ্জিন সরকার দরকার। তারকেশ্বরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। হুগলির স্বচ্ছতার জন্যে আমরা কাজ করব। আরো বেশি সংখ্যক মানুষ আমাদের ভোট দিন। আমরাই ক্ষমতায় আসবো বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সভায় থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।