কিছুক্ষণ আগে সংশ্লিষ্টদের কাছ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছিল। আমি পূর্ণ আস্থা রাখছি, তারা আইনের শাসন মেনে চলবেন। তারা আত্মবিশ্বাস চেতনা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়। টুইটারে লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন দ্বিতীয় দফার ভোট চলাকালীন রাজ্যপাল জগদীপ ধনকর কে ফোন করে অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সাধারণ ভোটারদের ভোট দিতে দিচ্ছেনা। আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। তাই আপনাকে আবেদন জানাই বিষয়টি দেখুন। রাজ্যপালের কাছে বিজেপির বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ করেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকর টুইটারে এই কথা লেখেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন বহিরাগতরা বুথে সন্ত্রাস চালাচ্ছে। গোকুলনগর এর বুথে যান মমতা। যখন তিনি স্কুলের মধ্যে যান সেই সময়ে বিজেপি এবং তৃণমূল কর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল ছুড়ছিল। নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন জয় শ্রীরাম স্লোগান শুনে বেগম চিন্তায় পড়ে গিয়েছেন। নন্দীগ্রামের ভোটগ্রহণ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে রাজ্যপাল টুইটারে হ্যান্ডেলে পোষ্ট করেন।