Rajib Ghosh– বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘনঘন রাজ্যে আসবেন। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর করে গিয়েছেন। তারা প্রত্যেকেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার 18 ই ফেব্রুয়ারি রাজ্যে ফের আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই একই দিনে আসার কথা রয়েছে। তবে Modi রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন কিনা সেটা স্পষ্ট নয়। মূলত সরকারি কর্মসূচিতে যোগ দিতে আসতে পারেন তিনি। জানা গিয়েছে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোপথের উদ্বোধন করার জন্য ওই দিন মোদি আসতে পারেন। এর আগে 7 ই ফেব্রুয়ারি হলদিয়ায় সরকারি কর্মসূচিতে একাধিক প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন PM নরেন্দ্র মোদি। সরকারি অনুষ্ঠানে এলেও তিনি ওই দিন একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন। সেখান থেকে আগামী বিধানসভা নির্বাচনে BJP-র পরিকল্পনা এবং রাজনৈতিক বার্তা দেন মোদি। এবারও সরকারি কর্মসূচিতে আসার কথা থাকলেও তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। বিধানসভা নির্বাচনের লক্ষ্যে BJP-র পক্ষ থেকে পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নবদ্বীপ, তারাপীঠ এবং ঝাড়গ্রাম থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে 18 ই ফেব্রুয়ারি অমিত শাহ রাজ্যে আসছেন। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রাজনৈতিক সভায় বক্তব্য রাখছেন Amit Shah এখনো পর্যন্ত বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং কোচবিহারে তিনি সভা করেছেন। অমিত শাহ রাজ্যে এসে আরো অন্যান্য জেলায় বিজেপির কর্মসূচিতে যোগদান করার জন্য রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেষ্টা শুরু হয়েছে। যদিও BJP-র শীর্ষ নেতৃত্ব জানান রাজ্যের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মোদি, নাড্ডা, শাহ সহ কেন্দ্রীয় স্তরের সমস্ত নেতাই প্রায় নিয়মিত পশ্চিমবঙ্গে আসবেন। বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে দলের নির্বাচনী কৌশল এবং পরিকল্পনা ঠিক করার জন্যই তারা আসছেন। তৃণমূল নাকি বিজেপি কে রাজ্যের ক্ষমতা দখল করবে সেটাই এখন দেখার বিষয়।