তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত রয়েছে। এবার রাজ্যের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা এবং তৃণমূল বিধায়ক এবং নদীয়ার প্রাক্তন জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বিজেপিতে যোগদান করলেন। এর আগে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর টিকিট না পেয়ে সোনালী গুহ দীপেন্দু বিশ্বাস রবীন্দ্রনাথ ভট্টাচার্য শীতল সরদার জটু লাহিড়ীরা বিজেপিতে যোগদান করেন। এদিনও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। তৃণমূলের আদিবাসী সংগঠনের মুখ বাচ্চু হাঁসদা। তার বাড়িতে গিয়ে কথা বলেছেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। তাকে তৃণমূলের রাখার জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। তবুও এদিন বিজেপিতে তিনি যোগ দেন। নদীয়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি এবং তেহট্টর বিধায়ক গৌরী শঙ্কর দত্তকে প্রার্থী করেনি তৃণমূল। তাকে সেই বিষয়টি না জানানোয় তিনি অসম্মানিত বোধ করেছেন বলে জানান। এদিন বিজেপিতে তিনি যোগ দেন। তার কথায়, দীর্ঘদিন ধরে যে দলটা করলাম তাঁরাই অসম্মান করল। লোকসভা নির্বাচনে নদীয়ার দুটো আসনের মধ্যে রানাঘাট কেন্দ্রে বিজেপি দখল করেছিল। তৃণমূলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের আগে তৃণমূলের মন্ত্রী বিধায়ক নেতাদের বিজেপিতে যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।