নিজস্ব সংবাদদাতা: ‘কলকাতা পুরসভার ফলাফল নিয়ে আমরা অর্থাৎ বিজেপি চিন্তিত নই। কারণ ফল প্রকাশ হওয়ার আগেই ভোটের দিন তৃণমূলের আচরণ ও তান্ডব, সিসি ক্যামেরায় কাগজ চেটানো এসবই ফলাফল নিশ্চিত করে দিয়েছে’।
মঙ্গলবার একটি মামলায় মেদিনীপুর আদালতে হাজিরা দিতে আসেন জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
তিনি জানান, “বিজেপি আশাবাদী ছিল যে ১৪৪ টি আসনে এই ফল হতে চলেছে। তবে এটা শাসকের পক্ষে চিন্তার। কারন গণতন্ত্রে শাসকের যতটা সম্মান ঠিক ততটাই সম্মান বিরোধী দের পাওয়া উচিত। তা না গণতন্ত্রের জন্য তা ক্ষতিকর”।
ভারতী ঘোষ জানান, “ভোটের ফলাফল নিয়ে বিজেপি চিন্তিত নয়। বিজেপি মানুষের সঙ্গে থেকে রাজনীতি যেভাবে করে সেভাবেই করে আসবে”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.