পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে 30 টি আসনে ভোটগ্রহণ হয়েছে। সেগুলির মধ্যে বিজেপি 26 টি আসন জিততে চলেছে। শুধু তাই নয় আসনগুলিতে বিজেপি’র জয়ের ব্যবধান আরও বাড়বে। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কাছে দলের ভোট মেশিনারি এরকম রিপোর্ট পাঠিয়েছে বলে দিল্লিতে দলের সদর দপ্তরে জানালেন অমিত শাহ। তার সঙ্গে রাজ্যে প্রথম দফায় রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অমিত শাহ আরও বলেন, আসলে ভোটে কারচুপি করতে পারেনি ওরা। এটাই ওদের অভিযোগ। কিন্তু সেটা খোলাখুলি বলতে পারছে না। তৃণমূলকে বিঁধে এই কথা বলেন তিনি। শাহ বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি যে অন্ত:সারহীন সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। পশ্চিমবঙ্গে 200 বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। দিল্লিতে দলের সদর দপ্তরে অমিত শাহ বলেন, বিজেপি নেতা মুকুল রায় এবং শিশির বাজোরিয়ার টেলিফোনের কথোপকথনে কার নির্দেশে আড়িপাতা হয়েছিল। ওই কথোপকথনে যে বক্তব্য রয়েছে সেটা লিখিতভাবে কমিশনকে দিয়েছি। তাহলে এর মধ্যে গোপনীয়তার কি আছে? শনিবার মমতা বন্দোপাধ্যায়ের অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর বিজেপি নেতা মুকুল রায় ও শিশির বাজোরিয়ার আরেকটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেখানে বুথের বাইরের ভোটার কেও এজেন্ট করার অনুমতি দেওয়ার আবেদন জানানো নিয়ে বক্তব্য শোনা যায়। সেই বিষয়েই অমিত শাহ এই কথা বলেন। সাংবাদিকদের তিনি বলেন, তৃণমূলের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা উচিত এই ফোনে কার নির্দেশে আড়িপাতা হয়েছে। বিরোধীদলের নেতাদের ফোনে আড়ি পেতে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এক টুইটে বলেন, মোদি শাহের ভবিষ্যৎবাণী খাটবে না। বাংলায় তৃণমূল একতরফাভাবে জিতবে।