লোকসভা নির্বাচনে রাজ্যে 18 টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। তাই এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করাই লক্ষ্য বিজেপির। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন নির্বাচনে 200 টি আসনে বিজেপি কে জয়লাভ করতে হবে। সেই কারণে সারা রাজ্য জুড়ে গেরুয়া ঝড় তুলতে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব রাজ্যে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। 27 শে মার্চ থেকে শুরু হচ্ছে নির্বাচন। দিল্লিতে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার জন্য বিজেপি নেতার বাড়িতে কোর গ্রুপের সদস্যরা বৈঠক করেন। সেখানে 60 টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করার জন্য আলোচনা হয়েছে। 7 ই মার্চের আগে বিজেপির পক্ষ থেকে দলীয় প্রার্থীদের প্রথম রাউন্ডের তালিকা প্রকাশ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চূড়ান্ত তালিকা সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হবে। ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। সেখানেই দলের 60 জন প্রার্থীকে বিজেপি নেতৃত্ব উপস্থিত করাতে চাইছে। প্রার্থীদের নাম বাছাই এর প্রক্রিয়া জানান বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। প্রথমে জেলা স্তরের কর্মীদের কাছ থেকে প্রার্থীদের নাম চাওয়া হয়েছে। তারপরে রাজ্য নেতৃত্ব প্রত্যেকটি কেন্দ্রের জন্য তিনটি নাম তালিকায় রেখেছে। সংসদীয় নির্বাচনী কমিটি এদিন এই তিনজনের মধ্যে থেকে একজনের নাম বেছে নেবে। এই বৈঠক শেষ হলেই বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে তৃণমূলের আগেই বিজেপির প্রার্থী তালিকা চলে আসতে পারে। নির্বাচন বিধি চালু হয়ে যাওয়ার পরে পেট্রলপাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। কমিশন সেই ছবি সরানোর নির্দেশ দিয়েছে। বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিজের ছবি লাগিয়ে সারা বাংলায় প্রচার চালান।কেন্দ্রের প্রকল্পকে নিজের বলে চালানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রথম 2 দফায় 60 টি আসনে ভোটগ্রহণ হবে। বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন চলছে। তবে এখনও রাজ্যের কোনো প্রধান রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করেনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দিল্লির বাসভবনে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আজই বিজ্ঞপ্তি আকারে ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।